মালদায় সুকান্তর পাঁচকাহন! তৃণমূল প্রশাসনকে একেবারে ধুয়ে দিলেন বিজেপি নেতা

Published : Dec 27, 2025, 11:28 AM IST
Saturday BJP Sukanta Majumdar severely criticized TMC rule in Malda

সংক্ষিপ্ত

মালদার চাচলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে সুকান্ত মজুমদার বলেন পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। তিনি নিশানা করেন রাজ্য প্রশাসনকে। 

শনিবার মালদায় এসে পুলিশের কড়া সমালোচনা করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্গাপুরে বাংলাদেশী অনুপ্রবেশকারী, নিয়ে সুকান্ত মজুমদার বলেন আলিপুরদুয়ার বিহার ও দক্ষিণ ২৪ পরগণায় অনুপ্রবেশকারী ও উদ্বাস্তু এসেছে। হিন্দু যারা উদ্বাস্তু আছে, তারা নাগরিকত্ব পাবে সি এর মাধ্যমে এটা আইনসভার সিদ্ধান্ত।

শুভেন্দুর সভা নিয়ে বার্তা

মালদার চাচলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে সুকান্ত মজুমদার বলেন পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। পশ্চিমবঙ্গে পুলিশ আছে কোথায় সবই পিসি ভাইপো দের বাড়ী পাহারা দিতে ব্যস্ত।

SIR নিয়ে সাফ কথা সুকান্তর

এসআইআর করা নির্বাচন কমিশনের কাজ। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা। প্রথম খসড়া তালিকায় যে নাম বাদ গেছে তা অনেক কম আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট ছোট রাজ্যে আছে যেখানে অনেক বেশি নাম বাদ গেছে। এখানে গরমিল আছে। আমরা ব্যক্তিগতভাবে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে বিএলওরা আছে তারা অনেকে নাম কাটেনি। মালদায় বললেন সুকান্ত মজুমদার।

টার্গেট অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচালী নিয়ে,সুকান্ত মজুমদার বলেন, হিন্দু ধর্মে পবিত্র পাঁচালী লক্ষ্মীর পাঁচালী। ছোটবেলায় মা যেদিন পুজো করতে পরতেন আমি পাঁচালী পড়ে পুজো করতাম। তৃণমূল এই পাঁচালী কে চুরির পাঁচালীতে পরিণত করেছে। ওদের নেতারা কি কি খেয়েছে কি কি চুরি করেছে গ্রামেগঞ্জে সকলেই বলতে পারবে।

আর তৃণমূলের কিসের যুদ্ধ। পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়। ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে।

মহিলা নিরাপত্তা

রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে, মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর করা, মন্তব্য নিয়ে, সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া।

তিনি বলেন, মুখ ফোস্কে হয়তো সত্যি কথা বলে ফেলেছেন। এই রাজ্যে যে মৎস্য মন্ত্রী আছে সেটা জানাই ছিল না।

মুসলিমদের উদ্দেশ্যে

এখানেই শেষে সুকান্ত মজুমদার রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যেও বার্তা দেন। তিনি বলেন, তাঁরা যতদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হবেন, ততদিন তাদের উন্নতি সম্ভব নয়। বাসন্তীতে বোমার আঘাতে শিশুর মৃত্যুর তীব্র সমালোচনা করেন সুকান্ত মজুমদার।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এবার রবিবারও খোলা রাখতে হবে স্কুল! কড়া নির্দেশিকা জারি হয়েছে প্রধান শিক্ষকদের জন্য়
বছর শেষ মমতা সরকারের নয়া চমক, মাসে মিলবে ২৫০০ করে, ভাতা বৃদ্ধির ইঙ্গিত সরকারের পক্ষ থেকে