
Sealdah Ranaghat AC Local : রাজ্যের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন শিয়ালদা-রানাঘাট রুটে উদ্বোধন হল। আগামীকাল থেকে দিনে দু’বার যাত্রী নিয়ে চলবে এই প্রযুক্তিগতভাবে উন্নত এসি লোকাল ট্রেন।
Sealdah Ranaghat AC Local : রাজ্যের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের উদ্বোধন হল শিয়ালদা-রানাঘাট রুটে। আজ ছিল প্রথম ট্রায়াল রান, যেখানে প্রথম যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি। আগামীকাল থেকে দিনে দু’বার যাত্রী পরিবহন করবে এই এসি লোকাল ট্রেন। চালকের মতে, ট্রেনটি প্রযুক্তিগতভাবে উন্নত, দ্রুত গতি অর্জন ও থামানোর সক্ষমতা রয়েছে। তবে তিনি মেট্রোর মতো স্বয়ংক্রিয় গেট সিস্টেমের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।