পদাতিক থেকে তিস্তা তোর্সা, নন-ইন্টারলকিংয়ের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন! জানুন বিশদে

আবারও বাতিলের পথে একাধিক ট্রেন। রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের পথও পরিবর্তন করা হয়েছে।

Subhankar Das | Published : Sep 23, 2024 5:22 PM IST

আবারও বাতিলের পথে একাধিক ট্রেন। রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের পথও পরিবর্তন করা হয়েছে। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

তার আগে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ। আর এই কাজের জন্য আগামী ২৮ ও ২৯ তারিখের শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট (07520) ডেমু এবং 07519 মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন ডেমু বাতিল করা হয়েছে। এছাড়াও ২৯ ও ৩০ সেপ্টেম্বর, বাতিল থাকবে 07508 শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু ট্রেন ও 07507 রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু।

Latest Videos

আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জং-নিউ জলপাইগুড়ি হয়ে যাবেঃ

২৪ ও ২৬ সেপ্টেম্বর 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বরের 15643 পুরী-কামাখ্যা এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বর 13147 শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বর 13141 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বর 13173 শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

 

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং-আলুয়াবাড়ি রোড হয়ে যাবেঃ

২৮ সেপ্টেম্বরের 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।

২৫ ও ২৭ সেপ্টেম্বর 12364 হলদিবাড়ি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বরের 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বরের 12144 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল।

২৯ সেপ্টেম্বরের 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল

সুতরাং, বোঝাই যাচ্ছে যে, যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য আবারও বাতিল করা হতে চলেছে একাধিক ট্রেন। মূলত, রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য কাজ চলবে। তাই একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে, পরিবর্তন করা হয়েছে ট্রেনের পথও। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচীতে ধুন্ধুমার, ধস্তাধস্তি পুলিশকর্মীদের সঙ্গে | RG Kar protest
'কবে পাবো আর চাকরি!' রণক্ষেত্র করুণাময়ী! আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ | Upper Primary
RG Kar কাণ্ডে নয়া মোড়! 'তাড়াতাড়ি কর! না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে!' কে বলেছিল ডাক্তার কে! | R G Kar
'ছাপ্পা মেরে এমপি হয়েছে, ১০ বছর কি করেছে! এখন ঠেলায় পড়েছে' Dev-কে আর যা বললেন Suvendu Adhikari
'আর জি করের মতো টলিউডেও সন্দীপ ঘোষ আছে' বিস্ফোরক মন্তব্য রুদ্রনীলের | Rudranil Ghosh