পদাতিক থেকে তিস্তা তোর্সা, নন-ইন্টারলকিংয়ের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন! জানুন বিশদে

Published : Sep 23, 2024, 10:52 PM IST
Express Train

সংক্ষিপ্ত

আবারও বাতিলের পথে একাধিক ট্রেন। রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের পথও পরিবর্তন করা হয়েছে।

আবারও বাতিলের পথে একাধিক ট্রেন। রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনের পথও পরিবর্তন করা হয়েছে। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

তার আগে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ। আর এই কাজের জন্য আগামী ২৮ ও ২৯ তারিখের শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট (07520) ডেমু এবং 07519 মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন ডেমু বাতিল করা হয়েছে। এছাড়াও ২৯ ও ৩০ সেপ্টেম্বর, বাতিল থাকবে 07508 শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু ট্রেন ও 07507 রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ডেমু।

আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জং-নিউ জলপাইগুড়ি হয়ে যাবেঃ

২৪ ও ২৬ সেপ্টেম্বর 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বরের 15643 পুরী-কামাখ্যা এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বর 13147 শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।

২৮ সেপ্টেম্বর 13141 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বর 13173 শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

 

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং-আলুয়াবাড়ি রোড হয়ে যাবেঃ

২৮ সেপ্টেম্বরের 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।

২৫ ও ২৭ সেপ্টেম্বর 12364 হলদিবাড়ি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বরের 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।

২৯ সেপ্টেম্বরের 12144 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল।

২৯ সেপ্টেম্বরের 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল

সুতরাং, বোঝাই যাচ্ছে যে, যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য আবারও বাতিল করা হতে চলেছে একাধিক ট্রেন। মূলত, রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য কাজ চলবে। তাই একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে, পরিবর্তন করা হয়েছে ট্রেনের পথও। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: 'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী