রবি-সোমবারেও অব্যহত রেল অবরোধ, জানুন সপ্তাহের শুরুতে বাতিল কোন কোন ট্রেন?

সপ্তাহের শুরুতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। তালিকায় কোন কোন ট্রেনের নাম থাকছে? দেখে নেওয়া যাক।

 

Web Desk - ANB | Published : Apr 8, 2023 4:39 PM IST

প্রায় একশো ঘন্টা পেরোতে চললেও অব্যহত কুড়মি সম্প্রদায়ের আন্দোলন। এখন পর্যন্ত বাতিল দু'শোর কাছাকাছি ট্রেন। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে চলতে থাকা কুড়মিদের রেল অবরোধের জেরে চরম বিপাকে যাত্রীরা। কবে অবরোধ উঠবে সে বিষয়ও স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি জঙ্গলমহলের আরও বড় রেল অবরোধের পথে হাঁটতে পারে তাঁরা। জানা যাচ্ছে আগামী ৯ ও ১০ এপ্রিলও বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। সপ্তাহের শুরুতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। তালিকায় কোন কোন ট্রেনের নাম থাকছে? দেখে নেওয়া যাক।

রেলসূত্রে জানা যাচ্ছে আগামী ৯ এপ্রিল অবরোধের জন্য বাতিল থাকে প্রায় ৯৫টি ট্রেন। এর মধ্যর ৩৪টি ট্রেন সরাসরি হাওড়া সংযোগকারী। এদিন কোন কোন ট্রেন বাতিল থাকছে দেখে নেওয়া যাক।

৯ এপ্রিল বাতিল কোন কোন ট্রেন?

হাওড়া- হাতিয়া এক্সপ্রেস, নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া- চক্রধরপুর এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া- বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া- লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া- ঘাটশিলা এক্সপ্রেস, হাওড়া- জগদলপুর এক্সপ্রেস, চক্রধরপুর- হাওড়া এক্সপ্রেস।

আগামী ১০ এপ্রিল কুড়মিদের অবরোধের জন্য বাতিল ৯৩টি ট্রেন। এই তালিকায় কোন কোন ট্রেনের নাম রয়েছে দেখে নেওয়া যাক।

১০ এপ্রিল বাতিল কোন কোন ট্রেন?

হাওড়া-মুম্বাই মেল, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া- পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেস, খড়্গপুর- রাঁচি মেমু এক্সপ্রেস ইত্যাদি।

গত শুক্রবার তিন দিনে পড়ল কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভ আন্দোলন। ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অন্দোলনে নিজেদের দাবিতে অনড় কুড়মি সম্প্রদায়। তাঁদের দাবি , কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করতে হবে। কুড়মে ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সরকারের সিআরআই অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। ১ এপ্রিল থেকে জঙ্গলমহল এলাকায় শুরু হয়েছিল ঘাঘরা ঘেরা কর্মসূচি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বঁকুড়া, পুরু-সহ বিহার ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গলমহল এলাকার বাসিব্দারা এই কর্মসূচিতে সামিল হয়েছে। তবে বুধবার থেকে কুড়়মি সম্প্রদায়ের মানুষ রেল অবরোধ করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন। আগামী শনিবার টানা ১০ ঘন্টা ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর আগামী ৮ এপ্রিল শনিবার রাত থেকেই ট্রেন বন্ধ থাকবে। মূলত লাইনে কাজ চলার জন্যই এই এই ট্রেন বাতিল। শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। কিছু ট্রেনকে অবশ্য বিকল্প পথে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা ১০ ঘন্টা বন্ধ থাকবে টবেশ কিছু ট্রেন। ফলত ছুটির দিনে ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষের। একদিকে কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের জেরে গত কয়েকদিন ধরে খড়গপুর ডিভিশনে বাতিল একের পর এক ট্রেন। এবার শিয়ালদহ ডিভিশনেও ট্রেন বাতিল হওয়ায় আরও দুর্ভোগ বাড়ছে যাত্রীদের মধ্যে।

 

Share this article
click me!