'মার্কশিটে শূন্য' লিখে ব্রাত্য বসুকে দিতে গেল SFI, বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার!

Published : Jan 27, 2025, 06:39 PM ISTUpdated : Jan 27, 2025, 06:50 PM IST
SFI

সংক্ষিপ্ত

এসএফআই-এর বিকাশ ভবন অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। 

কিন্তু মিছিল আটকাতে এদিন গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে পুলিশ। আর এরপর মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আহত হন একাধিক মহিলা SFI সমর্থক এবং কর্মী। এসএফআই কর্মীরা অভিযোগ করছেন, মহিলা পুলিশ ছাড়াই লাঠিচার্জ করা হয়েছে তাদের উপর।

এমনকি, গ্রেফতার করার চেষ্টা করে হলে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই কর্মীরা (SFI protest today)। এই ঘটনায় আটক করা হয়েছে একাধিকজনকে। এদিন আটক হওয়া এক মহিলা SFI কর্মী প্রিজন ভ্যানে দাঁড়িয়েই বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দেন, “আমাদের অ্যারেস্ট করছেন কেন? বাড়িতে ছেলেমেয়ে নেই আপনাদের? এই দলদাস পুলিশ চোরেদের পাশে দাঁড়াচ্ছে। কোনও মহিলা পুলিশ ছাড়া ছাত্রীদের বুকে-পিঠে হাত দিয়ে, গ্রেফতার করছেন ওনারা। এই রাজ্যে ধর্ষকদের শাস্তি হয় না।"

এদিকে অপর একজন SFI কর্মী প্রতিবাদ জানিয়ে বলেন, “এরা সবাই ধর্ষকদের পক্ষ নিচ্ছে। আমাদের অভিযান এখনও শেষ হয়নি। আমরা স্পষ্টভাবে বলছি যে, বিকাশ ভবনে এসেছি। ব্রাত্য বসু যে জিরো পেয়েছে, সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে, আমরা শূন্য পাওয়ার মার্কশিট তুলে দেবই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ এখানে আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, স্কুলছুটদের ক্লাসে ফেরানো, প্রাথমিক সহ সমস্ত স্কুলে ছাত্র-শিক্ষকের সঠিক অনুপাত বজায় রাখা এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার, বিকাশ ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI West Bengal)। এদিন পরিস্থিতি আঁচ করতে পেরে বিকাশ ভবনের সামনে অনেক আগে থেকেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।

তবে দুপুরের দিকে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন তাদের পুলিশ বাধা দেয়। শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে বচসা। অভিযোগ ওঠে, জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু এসএফআই-এর দাবি, ন্যায্য কারণে আন্দোলন করতে এলে কেন বাধা দেওয়া হচ্ছে?

তবে এসএফআই-এর কয়েকজন সমর্থক অন্য আরেকটি পথে আগে থেকেই বিকাশ ভবনের ভিতর ঢুকে পড়েন। তাদের মধ্য ছিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং সভাপতি প্রণয় কার্য্যী। পুলিশ যখন বিকাশ ভবনের মূল ফটক বন্ধ করে এসএফআই-এর মিছিল আটকাতে ব্যস্ত, তখন হটাৎই ভিতরে ঢুকে তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কিন্তু পরে তাদের গ্রেফতার করা হয়। তবে এদিন প্রতিবাদে রাস্তা অবরোধ করেন এসএফআই কর্মী এবং সমর্থকরা। 

সন্ধ্যের দিকে থানার বাইরে পৌঁছে যান প্রাক্তন ছাত্র নেতৃত্ব তথা বাম নেতা সৃজন ভট্টাচার্য। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন