সোমবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। সমন জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরেও হাজিরা দেননি শাহজাহাজান।
সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হামলার পর কেটে গেছে ২৫ দিনেরও বেশি সময়। আড়ালে রয়েছেন সন্দেশখলির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। সোমবার ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, নিজে থেকেই উকিলের মাধ্যমে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান। অন্যদিকে জামিন মাললা আগামী শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর তিনি যে আগাম জামিনের আবেদন পাঠিয়েছেন, তাতেই সই ছিল শেখ শাহজাহানের পাশাপাশি ইডি কেন সমন পাঠিয়েছে তার প্রমাণ আদালতে দাখিল করতে কিছুটা সময় চেয়েছে।
সোমবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। সমন জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরেও হাজিরা দেননি শাহজাহাজান। তারপর দিন অর্থাৎ মঙ্গলবার দিনই আগাম জামিনের আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। শাহজাহানের আইনজীবী জাকির হোসেন জামিনের আর্জি জমা দিয়েছেন বলে সূত্রের খবর।
অন্যদিকে কেন শাহজাহানকে সমন পাঠান হয়েছে তার তথ্য-সহ প্রমাণ দিয়ে ব্যাখ্যা করার জন্য ইডির আইনজীবী আদালতে কিছুটা সময় চেয়েছেন। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই জন্য নো-কোআরসিভ অ্যাকশন নেওয়ার নেওয়ার ব্যাপারে আর্জি জানান হয় শেখ শাহজাহানের তরফ থেকে।
ইডি সূত্রের খবর মেয়েকে লেখা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি থেকে সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহানের নাম তারা জানতে পেরেছে। তারপর থেকেই শাহজাহানকে নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। শাহজাহান সম্পর্কে বেশকিছু তথ্য হাতে পাওয়ার পরই সন্দেশখালিতে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল। কিন্তু সেখানে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর চড়াও হয় শাহজাহানের অনুগামীরা। মাথা ফাটে ইডি আধিকারিকের। তারপর থেকেই নিখোঁজ শাহজাহান। তবে অনেকেরই প্রশ্ন অত্যাধুনিক প্রযুক্তি হাতে থাকার পরেও এখনও পর্যন্ত ইডির আধিকারিকরা কেন তৃণমূল নেতা শাহজাহানকে ট্র্যাক ও ট্রেস করতে পারছে না।