Santipur State Hospital News : নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য সকাল থেকে অভুক্ত অবস্থায় অপেক্ষা করেও অপারেশন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন একাধিক রোগী ও তাঁদের পরিবার। অভিযুক্ত চিকিৎসক রাজশ্রী দে জানান, অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি বিকল থাকায় অপারেশন সম্ভব হয়নি। তবে রোগীদের অভিযোগ, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত না খাইয়ে রেখে শেষপর্যন্ত জানানো হয় যে অপারেশন হবে না এবং তাঁদের বেসরকারি নার্সিংহোমে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।