
TMC Singur Rally News : গতকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে বিতর্ক ছড়ায় হুগলির নালিকুল বাণী মন্দির স্কুলে। অভিযোগ, স্কুল চলাকালীন ওই স্কুলের পড়ুয়াদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, শিক্ষার পরিবেশে রাজনীতির প্রবেশ অনভিপ্রেত। ঘটনার প্রতিবাদে গতকালই প্রধান শিক্ষক-সহ একাধিক শিক্ষকের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ হুগলি শিক্ষা ভবনের সামনে উত্তেজনা ছড়ায়।