
SIR Hearing : চুঁচুড়ায় SIR শুনানিতে চরম অব্যবস্থাপনা! খাড়াই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে নাজেহাল ৮১ বছরের বৃদ্ধাও। নাম বাদ পড়ার আতঙ্কে মহকুমা শাসক দপ্তরে ভোটারদের লম্বা লাইন।
SIR Hearing : ২৭ ডিসেম্বর থেকে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে শুনানিতে হাজিরা দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধারা। খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হাঁপিয়ে উঠছেন ৮১ বছরের বৃদ্ধা সাবিত্রী মজুমদার থেকে পঁচাত্তরের বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায়। কারোর নামের ভুল, কারোর ঠিকানা বদল, আবার কারোর নাম ২০০২ সালের তালিকায় না থাকায় ডাকা হয়েছে এই শুনানিতে। অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নাম বাদ পড়ার আশঙ্কায় কষ্ট সয়েই সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুব থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ।