
SIR Protest : হাড়োয়ায় ভোটের আগে উত্তেজনা। ভোটার তালিকায় 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' দেখিয়ে নোটিশ পাঠানোর প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। কেন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা? পুলিশের হস্তক্ষেপে কীভাবে স্বাভাবিক হলো পরিস্থিতি? দেখুন
SIR Protest : উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অর্জুনতলা এলাকায় নির্বাচন কমিশনের নোটিশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার ১৬০০ ভোটারের মধ্যে প্রায় ৭০০ জনকে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে শুনানির নোটিশ পাঠানো হয়েছে।
এরই প্রতিবাদে হাড়োয়া-রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদেরই এই নোটিশ পাঠানো হচ্ছে। অবরোধের জেরে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাড়োয়া থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামবাসীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।