
Sitai Latest News : কোচবিহারের সিতাইয়ে গিরিধারী নদীর উপর নির্মিত বিজয় বৈদ্যনাথ সেতু দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা বহুবার এই সেতুর সংস্কারের দাবি জানালেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
Sitai Latest News : অবাক করার বিষয়, সেতুর এমন বিপজ্জনক অবস্থার পরেও সেখানে চলছে নিয়মিত যান চলাচল, এমনকি ভারী যানবাহনও চলছে নির্ভয়ে। প্রশাসনের তরফে না আছে কোনও সতর্কীকরণ ব্যবস্থা, না আছে বিকল্প পথের নির্দেশ। এই পরিস্থিতিতে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারের উদাসীন মনোভাব এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতাই এই ভয়াবহ পরিণতির মূল কারণ। তাঁদের আশঙ্কা, আর একটু দেরি হলে এই অবহেলা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এখন দেখার, প্রশাসনের কবে হুঁশে ফেরে।