এবার পরীক্ষায় বসতে হবে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের, যাচাই করা হবে দক্ষতা, সামনে এল বড় খবর

বর্ধমান জেলায় ৮০টি স্কুলের শিক্ষার মান যাচাই করবে কেন্দ্র। শিক্ষকদের পাশাপাশি তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদেরও পরীক্ষা হবে। এই নিয়ে শিক্ষকমহলে চাপা উত্তেজনা।

স্কুলে শিক্ষার মান যাচাইয়ে সমীক্ষা করা হবে। ফলে পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের। বর্ধমান জেলায় ৮০টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান যাচাইয়ে নামতে চলেছে কেন্দ্র। এরই সঙ্গে পরীক্ষা নেওয়া হবে ছাত্রদেরও। তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের হবে পরীকষা। বাংলা, অঙ্ক এবং বিজ্ঞান বিষয় পরীক্ষা নেওয়া হবে।

শুরু হবে সারা দেশের বিভিন্ন স্কুলের মান যাচাই পর্ব। তার মধ্যে পূর্ব বর্ধমানেরই ৮০টি স্কুল আছে। শিক্ষক শিক্ষিকারা কীভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছে সে বিষয় পরীক্ষা করা হবে। স্কুলের কাঠামো এবং শিক্ষাকদের দক্ষতা দেখে নম্বর দেওয়া হবে। প্রথম দশে থাকা স্কুলের তালিকা প্রকাশ পাবে।

Latest Videos

এই নিয়ে এক আধিকারিক জানান, যে কোনও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অগ্রগতি যোগ্যতার ওপর নির্ভর করে। তাঁরা যে কীভাবে শিক্ষা দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই মান যাচাইের সয় শিক্ষাক শিক্ষিকাদের যোগ্যতা দেখা হয়। ৪ ডিসেম্বর হবে পরীক্ষা। এর আগের পরীক্ষা রাজ্যের স্কুলগুলো ভালো ফল করেছিল। এবারও তেমন হবে বলে আশা অনেকের।

জানা গিয়েছে, এবার শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ে বিশেষ গুরুত্ব দেওযা হচ্ছে। পড়াশোনার পদ্ধতির সব খুঁত খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। জানা গিয়েছে, স্কুলের মান যাতে ভালো হয় সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এমনই খবর এল সামনে। যা নিয়ে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। একাংশ শিক্ষকরা এতে অপমানিত বোধ করছেন বলে জানা গিয়েছে। আবার অনেকে বেশ আগ্রহী এই পরীক্ষার বিষয়। 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল
হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি