
আকাশ দেখতে আমরা কে না ভালোবাসি? তারা, নক্ষত্র এবং সৌরজগতকে প্রাণভরে দেখার উপায় এবার হাতের মুঠোয়। আর তা সম্ভব একমাত্র টেলিস্কোপ দিয়েই।
আকাশ দেখতে আমরা কে না ভালোবাসি? তারা, নক্ষত্র এবং সৌরজগতকে প্রাণভরে দেখার উপায় এবার হাতের মুঠোয়। আর তা সম্ভব একমাত্র টেলিস্কোপ দিয়েই। আবার ধরা যাক, পাহাড়ের কোলে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে দূরের চূড়াকে কাছ থেকে পরখ করতে দরকার পড়বে একটা বাইনোকুলারের। আর এই সবকিছুর সম্ভার যেন রয়েছে সুমন দত্তের কাছে। তাঁর নিজের স্বপ্নের ঠিকানা স্কাইওয়াচিং ওয়ার্কশপে। চলুন এবার যাওয়া যাক বিষয়টার গভীরে।