লটারির টিকিট রাতারাতি বদলে দিল ভাগ্য। ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি মালদার হরিশ্চন্দ্রপুরের পান বিক্রেতা |
রাজ্য জুড়ে চলছে ডিয়ার লটারি নিয়ে বিতর্ক | এর মাঝেই মালদার হরিশ্চন্দ্রপুরের পান বিক্রেতা জিতে নিল এক কোটি | মাত্র ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি শ্যালক এবং ভগ্নিপতি | টিকিট জিতে আনন্দে আত্মহারা তারা | ফলাফল আসার সাথে সাথেই সুরক্ষার কথা ভেবে তারা দৌড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানায় | পুরস্কার পাওয়া পর্যন্ত তাদের সুরক্ষার সব দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের |