রানু মণ্ডল ধরা পড়লেন সম্পূর্ণ অন্য ভূমিকায়-রণংদেহী মূর্তিতে। হাতে মাইক্রোফোনের বদলে মুড়ো ঝাঁটা। আর সেটি দিয়ে ক্রমাগত পেটালেন দুই জনকে।
সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল রানু মণ্ডল। করোনাকালে তাঁর উত্থানের সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। কিন্তু এবার তিনি ধরা পড়লেন সম্পূর্ণ অন্য ভূমিকায়-রণংদেহী মূর্তিতে। হাতে মাইক্রোফোনের বদলে মুড়ো ঝাঁটা। আর সেটি দিয়ে ক্রমাগত পেটাচ্ছেন দুই জনকে। গুঞ্জন দুই ব্লগার তাঁর সাংক্ষাৎকার নিতে গিয়েছিল। তবে বদলে কী হল দেখতেই তো পাচ্ছেন। কিন্তু এর কারণ জানতে চাইবেন না। আমাদেরও জানা নেই। ভিডিওটির সত্যতা যাচাই করেনি এসিয়ানেট নিউজ বাংলা।