সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য

Published : Dec 07, 2025, 08:52 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sonali Khatun News: দীর্ঘ টালবাহানার পর অবশেষে দেশের বাড়িতে ফিরেছেন সোনালি খাতুন বিবি। ১০১ দিন বাংলাদেশের সংশোধনাগারে বন্দি থাকার পর কেন্দ্র ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দেশে ফেরানো হয় তাকে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Sonali Khatun News: অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর দেশে ফিরেছেন বীরভূমের সোনালি খাতুন বিবি। শুক্রবার রাতে মালদহ বর্ডার দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয় অন্তসত্ত্বা সোনালী বিবিকে। দেশে ফিরে মালদহে চিকিৎসার ব্যবস্থা করানো হয় তার। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

কী বলছেন সোনালী বিবি? 

 তিনি বলেন, ‘’বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ৮ মাসের ওপরে বাংলাদেশের ছিলাম। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম। তারপরও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল। আর দিল্লী যাবো না কোনদিনও।'' 

বাড়ি ফেরার আগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সোনালী খাতুন। উল্লেখ্য, বাংলা ভাষায় কথা বলায় চলতি বছরের জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেফতার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। 

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে ১০১ দিন জেলবন্দী থাকার পর শুক্রবার ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালি খাতুন এবং তার আট বছরের সন্তান। এরপর তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার রাতেই বীরভূম বাড়ির পথে রওনা হয় সোনালী খাতুন।

প্রসঙ্গত, শীর্ষ আদালত জানিয়েছে, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাঁকে ও তাঁর সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে ৷ সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন, সোনালির স্বামী-সহ আরও অনেকে বাংলাদেশে আছেন ৷

তাঁদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন৷ তাঁদের জন্য সিলিসিটর জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন । কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন, সোনালি বিবি ও বাকিরা বাংলাদেশি নাগরিক ৷ শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালি বিবি ও তাঁর ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সন্তান সহ ফিরলেন সোনালী।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?