অভয়া কাণ্ডের আবহে আরও এক শ্লীলতাহানির অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। এক যুবক তাঁকে দিনের পড় দিন কু নজরে দেখতো ও কটূক্তি করতো। শুক্রবার অভিযুক্ত যুবক গৃহবধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ।
অভয়া কাণ্ডের আবহে আরও এক শ্লীলতাহানির অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। এক যুবক তাঁকে দিনের পড় দিন কু নজরে দেখতো ও কটূক্তি করতো। নির্যাতিতার স্বামী পুলিশে চাকরি করেন, কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছোট ছোট তিন সন্তান নিয়ে তিনি একাই থাকেন। শুক্রবার সন্তানরা টিউশানি পড়তে গেলে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ছাগল ঢুকিয়ে দিয়ে ঐ গৃহবধূর ঘরে ঢুকে পরে। গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসেন। তখন নির্যাতিতাকে ওই অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করেন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এখনও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।