
মগরাহাট থানার তৎপরতায় পরিবার ফিরে পেল নিখোঁজ যুবক। দু’বছর আগে নিখোঁজ হয়েছিলেন মোহাম্মদ রশিদ। দু’বছর পর মধ্যপ্রদেশের রশিদকে উদ্ধার করল পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় খোঁজ মিলল পরিবারের।
মগরাহাট থানার তৎপরতায় পরিবার ফিরে পেল নিখোঁজ যুবক। দু’বছর আগে নিখোঁজ হয়েছিলেন মোহাম্মদ রশিদ। দু’বছর পর মধ্যপ্রদেশের রশিদকে উদ্ধার করল পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় খোঁজ মিলল পরিবারের। শনিবার রশিদের ভাই মগরাহাটে এসে তাঁকে চিনতে পারেন। যুবককে পরিবারের হাতে তুলে দিয়ে খুশি মগরাহাট পুলিশ।