
ব্যাঙ্কের ৫ বছরে ৮ লাখের ঋণ বেড়ে ২২ লাখ। শোধ না করায় বৃদ্ধা-সহ গোটা পরিবারকে বাড়ি থেকে বের করে দিল ব্যাংক। পুলিশের পাহারায় তালা পড়ল দরজায়। উল্লেখ্য ২০১৯ সালে ৮ লক্ষ টাকা লোন নিয়েছিলেন ওই পরিবার।
ব্যাঙ্কের ৫ বছরে ৮ লাখের ঋণ বেড়ে ২২ লাখ। শোধ না করায় বৃদ্ধা-সহ গোটা পরিবারকে বাড়ি থেকে বের করে দিল ব্যাংক। পুলিশের পাহারায় তালা পড়ল দরজায়। উল্লেখ্য ২০১৯ সালে ৮ লক্ষ টাকা লোন নিয়েছিলেন ওই পরিবার। ব্যাঙ্কের অভিযোগ কয়েকবার ব্যাংকের নোটিশ যাওয়ার পরেও কোন সরাহা হয়নি। আজ ব্যাংক আধিকারিকরা পরিবারকে বের করে দিয়ে বাড়ি সিল করে দেন।