SSC case: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশের ওপরই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
স্কুল সার্ভিস কমিশন বা SSC মামলায় বয়সের ছাড়় নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর এবার অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশের ওপরই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
25
সুপ্রিম কোর্টে মামলা
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল SSC মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ মার্চ। তবে পরবর্তী শুনানির আগে সব পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
35
সুপ্রিম কোর্টের নির্দেশ
কলকাতা হাইকোর্টের দেওয়া যোগ্য ও আনসিলেক্টডদের বয়সের ছাড় সংক্রান্ত রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট আপাতত শুধুমাত্র চাকরি হারানো প্রার্থীদের বয়সের ছাড়াই বহাল রেখেছে। বাকিদের জন্য বয়সের ছাড় থাকছে না।
রাজ্য সরকার- সহ এই মামলায় যুক্ত সবপক্ষকেই নোটিশ জারি করেছে। ও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
গত ১২ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় বলেছিল, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের নামের কোনও তালিকা SSC প্রকাশ করেনি। ফলে আপাতত যাদের নাম দাগিদের তালিকায় নেই। তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রযোজ্য হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের এই নর্দিশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় একপক্ষ।
55
২৬ হাজার চাকরি বাতিল
দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের SSC-এর সমগ্র প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার কারণে ২৬ হাজার শিক্ষক, শিক্ষিতা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি নয় এমন চাকরিহারারা নতুন করে যোগ্যতা অর্জনের পরীক্ষায় বসতে পেরেছে। সেই নিয়েও একাধিক মামলা হয়েছে। যার একটি হল বয়সের ছাড় সংক্রান্ত বিষয় নিয়ে।