Big Breaking: উত্তাল বিকাশ ভবন! মেইন গেট বন্ধ করে অবস্থান চাকরিহারাদের, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি

Published : May 15, 2025, 04:18 PM ISTUpdated : May 15, 2025, 04:27 PM IST
ssc scam jobless teachers protest demanding release of merit list bsm

সংক্ষিপ্ত

যোগ্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা। পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

এবার যোগ্য প্রার্থীদের বিক্ষোভে তুলকালাম বিকাশ ভবন। বিকাশ ভবন অবরোধ করে নিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। বন্ধ করে দেওয়া হল বিকাশ ভবনের রাস্তা। চলছে অবস্থান বিক্ষোভ। যতক্ষণ না তাঁরা তাঁদের চাকরি ফিরে পাচ্ছেন ততক্ষণ তাঁরা অবরোধ চালাবেন এবং বিকাশ ভবন থেকে কাউকে বেরতে দেবেন না বলে জানিয়েছেন চাকরিহারারা।

বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। চাকরি হারাদের হেলমেট দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অবরোধ না তোলার স্লোগান বিকাশ ভবনের এলাকা জুড়ে। পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি। 

অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি চাকরিপ্রার্থীদের। আর টাকা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে বলে অভিযোগ। কলকাতা পুলিশের সব বাধা টপকে বিকাশ ভবন দখল করলেন চাকরিহারারা। গেট ভেঙে ঢুকে পড়লেন ভিতরে। লোহার গেট ভেঙে মাটিতে ফেলে দিলেন তাঁরা।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেন যোগ্য চাকরিপ্রার্থীরা। বেলা বাড়তেই জড়ো হন তাঁরা। বাড়তে থাকে উত্তেজনা। বহুদিন ধরেই রাস্তায় বসে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তাঁরা। এবার বিকাশ ভবন অভিযানে নামলেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে বিরাট ব্যারিকেড তৈরি হয়। কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় গেট ভেঙে ভিতরে ঢুকে অবস্থান বিক্ষোভে নামেন তাঁরা।

PREV
click me!

Recommended Stories

Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন
Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের