
SSC Result Published : প্রায় ২০ হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হলেও, আন্দোলনের সামনের সারির মুখ চিন্ময় মণ্ডল কাট-অফ থেকে মাত্র তিন নম্বরের ব্যবধানে বাদ পড়েছেন। একইভাবে তালিকায় জায়গা হয়নি চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসেরও
SSC Result Published : SSC নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে আন্দোলন চালিয়ে গিয়েছেন সুমন বিশ্বাস, সঙ্গীতা সাহা, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলরা। নতুন প্রকাশিত একাদশ–দ্বাদশ নিয়োগ প্যানেলের ইন্টারভিউ তালিকা তাঁদের জন্য মিশ্র অনুভূতির ছবি তুলে ধরেছে। প্রায় ২০ হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হলেও, আন্দোলনের সামনের সারির মুখ চিন্ময় মণ্ডল কাট-অফ থেকে মাত্র তিন নম্বরের ব্যবধানে বাদ পড়েছেন। একইভাবে তালিকায় জায়গা হয়নি চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসেরও, যিনি অভিযোগ করেছেন—নতুন ও পুরনো প্রজন্মের প্রার্থীদের মিশিয়ে দেওয়ায় বহু যোগ্য শিক্ষক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তালিকায় নাম তুলতে পেরেছেন সঙ্গীতা সাহা। তবে একটুও খুশি নন সঙ্গীতা।