
SSC protest Latest Update : সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ ওঠে।
SSC protest Latest Update : আজ সল্টলেকের বিকাশ ভবনের সামনে উত্তাল হয়ে উঠল চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। চাকরি ফেরতের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালানো হয় সব্যসাচী দত্তর অনুগামীদের তরফে। ঘটনাস্থলে উত্তেজনা চরমে ওঠে যখন বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন সব্যসাচী দত্তকে উদ্দেশ্য করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিকাশ ভবনের সামনের এলাকা এখনও থমথমে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।