শ্যামপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বিডিওদের লাঠি পেটার নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
শ্যামপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বিডিওদের লাঠি পেটার নিদান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তিনি জানান বিডিওরা যদি ব্যালট ছাপে, বিডিওদের পিঠেও লাঠির ছাপ দিয়ে দেবেন । পাশাপাশি এই এলাকার জেলা পরিষদের প্রার্থী অম্লান থান্দারকে পরোক্ষে হুমকি ও দেন । এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।