Mothabari News: গোষ্ঠী সংঘর্ষে এখনও থমথমে মোথাবাড়ি। এই আবহে রবিবার মোথাবাড়ি যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar News) এলাকায় ঢুকতে দেবে না পুলিশ। এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য…
Mothabari News: গোষ্ঠী সংঘর্ষে এখনও থমথমে মোথাবাড়ি। এই আবহে রবিবার মোথাবাড়ি যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar News) এলাকায় ঢুকতে দেবে না পুলিশ, বলে সূত্রের খবর। প্রায় ৭ কিলোমিটার আগেই সাদুল্লাপুর এলাকায় বিশাল বাঁশের ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯টি মামলার রুজু করা হয়েছে। গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে (West Bengal News)।
এদিকে মোথাবাড়ির ঘটনায় এলাকায় ১৪৪ ধারা জারি নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ''BJP-কে আটকাতেই পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। ওদিকে তৃণমূলের বিধায়ক (TMC MLA) সাবিনা ইয়াসমিন গাড়ি নিয়ে এলাকার এমাথা ওমাথা ঘুরে বেরাচ্ছেন। তাঁর জন্য ১৪৪ ধারা নেই?'' এই প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি।
তিনি আরও বলেন, '' এ আর নতুন কী? বিজেপির লোকেরা গেলেই পুলিশের যত সমস্যা। এদিকে আমরাই পুলিশ প্রশাসনকে তথ্য সহ জানিয়েছি যে, তৃণমূল কংগ্রেসের ( TMC) লোকজন, খোদ বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা বহাল তবিয়তে ঘুরে বেরাচ্ছেন ওই এলাকা দিয়ে।'' সুকান্তর আরও অভিযোগ, ''বৃহস্পতিবার রাতে যখন ওই ঘটনাটি ঘটেছিল তখন তৃণমূলের (TMC News) চার বিধায়ক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য থানায় এসে বসেছিলেন।''
জানা গিয়েছে, কিছুটা ক্ষোভের সুরে সুকান্ত আরও বলেন, ''আপনি ১৪৪ না ১৬৩ ধারা যা লাগাবেন লাগান। তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ওই এলাকায় গাড়ি নিয়ে ঘুরলে তখন তাঁর বেলা ১৪৪ ধারা আর থাকে না!'' বিজেপির রাজ্য সভাপতির আরও অভিযোগ, ''শুধু BJP-র জন্য ১৪৪ ধারা নাকি সারা রাজ্যে তোষণ চালানোর জন্য জারি ১৪৪ ধারা তৈরি হয়েছে?'' যদিও মোথাবাড়ি যাওয়া নিয়ে সুকান্ত মজুমদারের সাফ কথা রাস্তায় বাধা পেলে তারা গণতান্ত্রিক পথে আন্দোলন চালাবেন। যদিও সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে রাজ্যের শাসক শিবির তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে মালদহের (Malda News) মোথাবাড়ি নিয়ে মুখ খুলেছেন রাজ্য পুলিশের ADG-(এডিজি আইন শৃঙ্খলা)জাভেদ শামীম। বলেন, ''মোথাবাড়ির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।