sukanta majumdar on abhishek banerjee: SIR ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা দিয়ে ঝাড়গ্রামের জনসভা থেকে ফের একবার আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। 'সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু', অভিষেককে চরম কটাক্ষ সুকান্তর।