Kultali Tiger : দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে ফের বাঘের হানা। সন্ধ্যায় এক মৎস্যজীবী মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘটিকে লোকালয়ে ঢুকতে দেখেন। মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
Kultali Tiger : দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে ফের বাঘের হানা। সন্ধ্যায় এক মৎস্যজীবী মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘটিকে লোকালয়ে ঢুকতে দেখেন। মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গ্রামবাসীরা রাত জেগে পাহারার ব্যবস্থা করেন এবং বনদপ্তর ও পুলিশকে খবর দেন। বাঘ ধরতে বনদপ্তরের পক্ষ থেকে তিনটি খাঁচা বসানো হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসন গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছে এবং অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। এর আগে কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রামে দক্ষিণরায়ের আতঙ্ক ছড়িয়েছিল। এবার দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের ঘুম উড়েছে বাঘের ভয়ে। বনদপ্তর ও পুলিশের তৎপরতায় বাঘের সন্ধানে তল্লাশি চলছে, তবে এখনও তার দেখা মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লোকালয়ের আশপাশে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে প্রশাসন।