মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, সুপ্রিম কোর্টে ৭ জানুয়ারি DA মামলার শুনানির আগেই হাতে গুরুত্বপূর্ণ তথ্য

বছর শেষ হতে চলল, কিন্তু এখনও জট কাটল না ডিএ মামলার। নতুন বছর ৭ জানুয়ারি রাজ্য সরকারির কর্মীদের মহার্ঘ ভাতা মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে।

 

Saborni Mitra | Published : Dec 1, 2024 11:56 AM
110
৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা

এখনও পর্যন্ত যা অবস্থা ততে আগামী ৭ জানুয়ারি অর্থাৎ নতুন বছর প্রথম মাসের প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা।

210
১৪তম শুনানি

যদি ৭ জানুয়ারি শুনানি হয় তাহলে সেটাই হবে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার ১৪ তম শুনানি।

310
৬ মাস পরে ডিএ মামলা

সুপ্রিম কোর্টে প্রায় ৬ মাস পরে উঠতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা। যা নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।

410
কজলিস্ট নিয়ে বার্তা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনই মামলার কজলিস্ট হাতে পাবেন না তাঁরা।

510
কজলিস্ট কবে পাবেন?

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখোপাধ্যায় জানিয়েছেন, সাধারণত মামলার শুনানির কয়েক দিন আগেই কজলিস্ট হাতে পাওয়া যাবে। তিনি জানিয়েছেন ২ জানুয়ারি হাতে পেতে পারেন কজ লিস্ট।

610
কজলিস্ট কী ?

কজলিস্চ হল একটি ডিজিটাল মামলা ব্যবস্থাপনা। এটিতে মামলার প্রয়োজনীয় তথ্য, নথি, মামলার ধরন থাকে। মামলা দায়েরের তারিখ, নম্বরও থাকে। আদালতে কোন মামলার শুনানি হবে এবং কখন হবে তাও দেওয়া থাকে। এটি বিচারক এবং আইনজীবীদের জন্য একটি করণীয় তালিকার মতো।

710
ডিএ মামলা শুনবেন

সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলা শুনবেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভাট্টি। কজলিস্ট হাতে পেলেই বাদী ও বিবাদী পক্ষ জানতে পারবে কবে কখন শুনানি হবে।

810
কেমন মামলা

মামলাটি নন-মিসসেলিনিয়াস হিসেবে আছে বলে জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।

910
২০২২ সাল থেকে ডিএ মামলা

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে ২০২২ সাল থেকেই। কিন্তু একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। শেষ শুনানি হয়েছিল জুলাই মাসে। তখনই আদালত জানিয়েছিল মামলাটি বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে।

1010
কলকাতা হইকোর্টে জয়ী

ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos