
Ranaghat Tiranga Yatra : নদিয়ার রানাঘাটে তেরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু। মমতার তুলোধোনা শুভেন্দু অধিকারীর।
Ranaghat Tiranga Yatra : রানাঘাটে তেরঙ্গা যাত্রায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু বলেন, “নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হয়েছে, এর দায় মমতাকেই নিতে হবে।” পাশাপাশি তিনি শাসক দলের বিরুদ্ধে প্রশাসনিক অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগও তোলেন। তেরঙ্গা যাত্রার মঞ্চ থেকেই তিনি জনমত গঠনের আহ্বান জানান শাসক দলের বিরুদ্ধে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।