নেতাই-এ শহিদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী। ‘শহিদ পরিবারদের অল্প সাহায্য ও উপহার দিলাম। মমতা পুলিশ আমাকে এখানে আসতে বার বার বাধা দিয়েছে। আজ হাইকোর্টের নির্দেশে আমি নেতাই-এ আসলাম।’
নেতাই-এ শহিদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী। 'শহিদ পরিবারদের অল্প সাহায্য ও উপহার দিলাম। মমতা পুলিশ আমাকে এখানে আসতে বার বার বাধা দিয়েছে। আজ হাইকোর্টের নির্দেশে আমি নেতাই-এ আসলাম। আমি নিজে শহিদবেদী ধুয়ে মাল্যদান করেছি। শহিদ পরিবাররা বলছে আমি ওদের কুটুম্ব। ওরা আমায় রুটি, আলুর তরকারি ও বেগুন ভাজা খাওয়ালো।' নেতাই-এ মন্তব্য শুভেন্দু অধিকারীর