দক্ষিণ বারাসাতে শুভেন্দুর মেগা সমাবেশ। চরম বার্তা দিলেন শওকত, আরাবুল, সেলিম, জাহাঙ্গীরদের। ‘আমি সাবধান করতে এসেছি শওকত মোল্লাকে। আমি সাবধান করতে এসেছি আরাবুলকে। আপনাদের থেকেও বড় গুন্ডা ছিল অনুব্রত মণ্ডল।’
দক্ষিণ বারাসাতে শুভেন্দুর মেগা সমাবেশ। চরম বার্তা দিলেন শওকত, আরাবুল, সেলিম, জাহাঙ্গীরদের। 'আমি সাবধান করতে এসেছি শওকত মোল্লাকে। আমি সাবধান করতে এসেছি আরাবুলকে। আপনাদের থেকেও বড় গুন্ডা ছিল অনুব্রত মণ্ডল। এখন অনুব্রত আর তার কন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে। শাহজাহানের খাপ আমি খুলে দিয়েছি। এরাই ভোট দিতে দেয়নি, পঞ্চায়েত ভোট লুট করেছে।' দক্ষিণ বারাসাতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী