suvendu adhikari news : হুগলির সপ্তগ্রামে বীরসা-মুন্ডার জন্ম সার্ধ্বশতবর্ষের অনুষ্ঠানে আদিবাসী বৃদ্ধদের পা ধুইয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গী ছিলেন অর্জুন সিং। এরপর আদিবাসীদের জন্য খাবারও পরিবেশন করেন তিনি।