'ভোটারদের এক ধরনের ঘুষ দেওয়া হচ্ছে। এটা একটা বড় আর্থিক দুর্নীতি। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার সেটা করব।' অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। ‘শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন।’
'ভোটারদের এক ধরনের ঘুষ দেওয়া হচ্ছে। এটা একটা বড় আর্থিক দুর্নীতি। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার সেটা করব।' অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 'শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন। তাহলেই দুধ আর জল সব আলাদা হয়ে যাবে। ডায়মন্ড হারবারে পদ্ম ফুলের প্রার্থীই ওকে হারাবে। সময় হয়ে গেছে, এবার প্রদীপটা নিভবে। ওর গুষ্টির সম্পর্কে সব আমি জানি। এবার ওর গুষ্টির তুষ্টি হয়ে যাবে।' মন্তব্য শুভেন্দু অধিকারীর