
Suvendu Adhikari on Humayun Kabir : নতুন দল গঠন করেই তুমুল হুঙ্কার হুমায়ুনের। হুমায়ুনের নিশানায় বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বাবার নাম ধরে হুঁশিয়ারি হুমায়ুনের। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। 'আমি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে বলেছি'। 'হুমায়ুন কবীর তৃণমূল না করলে গায়ে লাগার কথা নয়'। হুমায়ুনকে পরিষ্কার বার্তা শুভেন্দু অধিকারীর।