
Suvendu Adhikari Labpur : বুধবার চা-ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মাননীয়া। বীরভূমের লাভপুরে পাল্টা দিলেন বিরোধী দলনেতা। 'শিক্ষিত যুবক-যুবতীরা এই কাজ করবে?' 'মাননীয়ার ভাইপো-ভাইজীরা কেন করছে না?' 'মমতার বাড়ির বেকারদের দিয়ে প্রথমে শুরু করুক'। 'মাননীয়ার আত্মীয়ের চাকরি গেছে তাকে দিয়ে শুরু করুক'। 'আমি ১০০০ টাকা দিয়ে যাচ্ছি মাননীয়ার মামার বাড়িতে দিয়ে আসবে'। 'প্রথম মিথ্যাশ্রী পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'বিজেপিকে আনুন, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব'। লাভপুরে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।