
Suvendu Adhikari : 'অরূপ বিশ্বাস আর সুজিত বসুর জন্য মেসিকে দেখতে পায়নি'। '২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করেছে'। '১০ টাকার চিপসের প্যাকেট ২০০ টাকা নিয়েছে'। 'মেসিকে দিয়ে খেলা হবে বলেছিল, উল্টে খেলা হয়ে গেছে'।
Suvendu Adhikari : মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তান্ডব, ভাঙচুর! প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। 'এই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়'। 'পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল রাজ্য সরকার'। 'মেসিকে দেখিয়ে কোটি কোটি টাকা লুট করেছে'। 'লজ্জা থাকলে পদত্যাগ করুক মমতা বন্দ্যোপাধ্যায়'। 'অরূপ বিশ্বাস আর সুজিত বসুর জন্য মেসিকে দেখতে পায়নি'। '২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করেছে'। '১০ টাকার চিপসের প্যাকেট ২০০ টাকা নিয়েছে'। 'মেসিকে দিয়ে খেলা হবে বলেছিল, উল্টে খেলা হয়ে গেছে'। 'অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারী চাই'। 'সব দর্শকদের টিকিটের দাম ফেরত দিতে হবে'। 'নিরপেক্ষ ভাবে তদন্ত করতে হবে ঘটনার'। 'মমতা বাংলার গর্ব নয় বাংলার গর্ত'। বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী