
ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের আঁচেই এবার উত্তপ্ত ভাঙড়। পুলিশকে বেধড়ক মারধরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হল পুলিশের একাধিক গাড়ি। এই ইস্যুতে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিমকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী।
ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের আঁচেই এবার উত্তপ্ত ভাঙড়। পুলিশকে বেধড়ক মারধরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হল পুলিশের একাধিক গাড়ি। এই ইস্যুতে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিমকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানায় 'ভাঙড়ে পুলিশদের সব গাড়ি পুড়িয়েছে শান্তির ছেলেরা, তখন পুলিশ লুকিয়ে ছিল সাটার ফেলে'।