‘বামপন্থীরা তাদের লাইন থেকে অনেকদিন আগেই সরে গেছে। মীনাক্ষী তৃণমূলকে চোর বলে। মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি এদের সঙ্গে বিরিয়ানি খায়। দিল্লিতে পিসি ভাইপো সাধু, আর পশ্চিমবঙ্গে চোর।’
'বামপন্থীরা তাদের লাইন থেকে অনেকদিন আগেই সরে গেছে। মীনাক্ষী তৃণমূলকে চোর বলে। মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি এদের সঙ্গে বিরিয়ানি খায়। দিল্লিতে পিসি ভাইপো সাধু, আর পশ্চিমবঙ্গে চোর। ওরা দুরকম কথা বলে, কে বিশ্বাস করবে ওদের। পশ্চিমবঙ্গের লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে।' নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর