'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের জন্য কখনওই বিজেপির দরজা খোলা ছিল না।' জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান 'চোরেদের পরিবারের কাউকেই বিজেপি নেবে না'।
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের জন্য কখনওই বিজেপির দরজা খোলা ছিল না।' জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান 'চোরেদের পরিবারের কাউকেই বিজেপি নেবে না'। পাশাপাশি বাবুনকে হুঁশিয়ারিও দেন শুভেন্দু। তিনি জানান 'গত দু’দিন বিজেপির সঙ্গে আপনি যা করেছেন, তার সবই আমার মোবাইল ফোনে রয়েছে', আপনি যদি বিজেপিকে নিয়ে কোনও কথা বলেন, হাটে এমন হাঁড়ি ভাঙব, পরের দিন আর মুখ দেখাতে পারবেন না।'