
Suvendu Adhikari : ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত হল তেরঙ্গা যাত্রা। যাত্রার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহরের রাস্তায় জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা।
Suvendu Adhikari : মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। রাজ্যে প্রশাসনিক দুর্নীতি, তোষণনীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘অপারেশন সিঁদুর প্রমাণ করেছে, অনেকেই এই দুর্নীতিগ্রস্ত শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।’’ যাত্রায় ভিড় ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো, যা রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে