শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাস চাঁদা দিতে না পারার জন্য আক্রান্ত হন বলে অভিযোগ । তৃণমূলের গুন্ডারা তাঁকে মারধর করে বলে জানান শুভেন্দু ।
কল্যাণীর একটি হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাঁকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু। তিনি বলেন এই রাজ্যে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাও যে সুরক্ষিত নন তা বারবার প্রমানিত হয়েছে। শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাস চাঁদা দিতে না পারার জন্য আক্রান্ত হন বলে অভিযোগ। কর্মরত অবস্থায় তৃণমূলের গুন্ডারা তাঁকে বেধরক মারধর করে বলে জানান শুভেন্দু। বিরোধী দলনেতা হিসেবে তিনি আক্রান্ত চিকিৎসকের পরিবারকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করার পরামর্শ দেন। হাইকোর্টে চিকিৎসকের নিরাপত্তা চেয়ে আবেদন করারও পরামর্শ দেন শুভেন্দু।