দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা পুলিশের, মমতা ও পুলিশকে একযোগে আক্রমণ শুভেন্দুর

দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা পুলিশের, মমতা ও পুলিশকে একযোগে আক্রমণ শুভেন্দুর

Biman Mondal   | ANI
Published : Aug 17, 2025, 12:55 PM IST

দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা দেয় পুলিশ। এই ইস্যুতে ক্ষোভ উগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে একযোগে আক্রমণ শুভেন্দুর। তিনি জানান 'মমতা ও চটিচাটা পুলিশ এভাবে সত্য লুকিয়ে রাখতে পারবে না'।

দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা দেয় পুলিশ। এই ইস্যুতে ক্ষোভ উগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে একযোগে আক্রমণ শুভেন্দুর। তিনি জানান 'মমতা ও চটিচাটা পুলিশ এভাবে সত্য লুকিয়ে রাখতে পারবে না'। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রীকে ধন্যবাদ জানান দ্য বেঙ্গল ফাইলস বানানোর জন্য। 

05:53দিঘার মত মমতা কি শিলিগুড়ির মহাকাল মন্দিরে উদ্বোধনে আপনাকে ডাকলেন? কী জানালেন Dilip Ghosh?
05:53দিঘার মত মমতা কি শিলিগুড়ির মহাকাল মন্দির উদ্বোধনে আপনাকে ডাকলেন? কী জানালেন দিলীপ ঘোষ?
04:46২০২৬-এর হারের ভয়? ভোটের জন্য মন্দির উদ্বোধন, মহাকালের প্রকোপে বিদায় নিশ্চিত: Shankar Ghosh BJP
04:46২০২৬-এর হারের ভয়? ভোটের জন্য মন্দির উদ্বোধন, মহাকালের প্রকোপে বিদায় নিশ্চিত: শঙ্কর ঘোষ
03:33দলের দুর্নীতিতে মোহভঙ্গ? ময়নাগুড়িতে তৃণমূলে ধস, পদ্ম শিবিরে ৩০ জন | BJP News | TMC | Maynaguri
03:32BJP vs TMC : দলের দুর্নীতিতে মোহভঙ্গ? ময়নাগুড়িতে তৃণমূলে ধস, পদ্ম শিবিরে ৩০ জন
18:10নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার | Suvendu Adhikari
18:09নন্দীগ্রামে সেবাশ্রয় করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব বিরোধী দলনেতার
11:30আইপ্যাক মামলায় জোর ধাক্কা তৃণমূলের, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী | Suvendu on Mamata | IPAC Case
11:30আইপ্যাক মামলায় জোর ধাক্কা তৃণমূলের, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী?
Read more