
Tamluk Cooperative Bank Election : তমলুক টাউন ক্রেডিট কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে রবিবার BJP ও TMC প্রার্থীর মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। বিজেপি প্রার্থী সুরজিৎ বেরা ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করলে তৃণমূল প্রার্থী চঞ্চল খাড়া তাঁর ওপর চড়াও হন।
Tamluk Cooperative Bank Election : তমলুক টাউন ক্রেডিট কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে রবিবার বিজেপি ও তৃণমূল প্রার্থীর মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। বিজেপি প্রার্থী সুরজিৎ বেরা ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করলে তৃণমূল প্রার্থী চঞ্চল খাড়া তাঁর ওপর চড়াও হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।