কুলতলীতে (Kultali) নাবালিকা ছাত্রীর নিধর দেহ পাওয়ার পর গোটা এলাকায় অশান্তির ছায়া। পুলিশ জনরোষের মুখে পড়ে। পুলিশ থানায় আক্রমণ করা হয় বলে অভিযোগ পুলিশের। আজও কুলতলীর রাস্তায় নামলেন একাধিক মানুষ বিচারের দাবিতে।
কুলতলীতে (Kultali) নাবালিকা ছাত্রীর নিধর দেহ পাওয়ার পর গোটা এলাকায় অশান্তির ছায়া। পুলিশ জনরোষের মুখে পড়ে। পুলিশ থানায় আক্রমণ করা হয় বলে অভিযোগ পুলিশের। আজও কুলতলীর রাস্তায় নামলেন একাধিক মানুষ বিচারের দাবিতে। ছাত্রীর কোচিং সেন্টারের শিক্ষিকা সরাসরি পুলিশের নিষ্ক্রিয়তারে দিকে আঙুল তুলেছেন। পুলিশ কোনো দায়িত্বই নেয়নি বলে তাঁর অভিযোগ। অপরাধীদের ফাঁসির দাবিও জানালেন শিক্ষিকা।