চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে জুতো ধোয়ালেন শিক্ষিকা! তারপর কী হল হিলির স্কুলে

Published : Oct 26, 2024, 06:53 PM IST
Rajasthan education department order for schools

সংক্ষিপ্ত

শুক্রবার স্কুলে আসার সময় জুতোতে নোংরা লেগেছিল। স্কুলে এসেই চতুর্থ শ্রেণির ছাত্রীদের দিয়ে সেই নোংরা জুতো পরিষ্কার করায় শিক্ষিকা। 

অমানবিকতার নজির গড়লেন শিক্ষিকা। তাতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। এই ঘটনা হিলির একটি স্কুলে। প্রাথমিক স্কুলের এক ছাত্রীকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করানোর অভিযোগ ওঠে দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকার লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে।

শুক্রবার স্কুলে আসার সময় জুতোতে নোংরা লেগেছিল। স্কুলে এসেই চতুর্থ শ্রেণির ছাত্রীদের দিয়ে সেই নোংরা জুতো পরিষ্কার করায় শিক্ষিকা। স্কুল থেকে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা মাকে জানায় নির্যাতিত ছাত্রী। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরই অভিভাবকর ক্ষোভে ফেটে পড়েন। শনিবার স্কুলে জ়ড়ো হয়ে বিক্ষোভ দেখায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে বচসায় জড়িয়ে পরে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।

অভিযুক্ত শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুণ্ডু বলেন, শুক্রবারদিন স্কুলে আসার সময় তাঁর জুতোয় ময়লা গেলেছিল। একই অবস্থা হয়েছিল সংশ্লিষ্ট ছাত্রীর। ছাত্রী নিজের জুতো ধুতে যাচ্ছিল। সেই সময় তিনি নিজের জুতোটিও ওই ছাত্রীকে পরিষ্কার করে দিতে অনুরোধ করেন। শিক্ষিকা আরওজানিয়েছেন, তিনি ছাত্রীকে কোনও হুকুম বা নির্দেশ দেননি। তাঁর বিরুদ্ধো ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন। তবে বিক্ষোভকারীদের কথায় একজন চতুর্থ শ্রেণির ছাত্রীর হাতে জুতো তুলে দিয়ে মোটেও মানবিকতার পরিচয় দেননি শিক্ষিকা। এই ঘটনা অত্যান্ত নিন্দনীয় বলেও দাবি করেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'যারা বোতল ছুড়েছে তাঁরা অরূপ বিশ্বাসের লোক', যুবভারতীর ঘটনায় অভিযোগ সুকান্তর
টিকিটের ১০০% টাকা ফেরত দিতে হবে, একই সঙ্গে সুজিত-অরূপকে গ্রেফতারের দাবি শুভেন্দুর