মাদক কারবারের প্রতিবাদ করতেই ভয়ঙ্কর পরিণতি! চায়ের দোকানে বোমা ও গুলি করে খুন তৃণমূল নেতা। নৈহাটির শিবদাসপুরের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
গুলিবিদ্ধ ব্যক্তি জাকির হোসেনের মৃত্যু হয়েছে। স্কন্দপুকুরে চায়ের দোকানে বসেছিলেন জাকির হোসেন। ৫ জন দুষ্কৃতি বাইকে করে এসে হামলা করে। প্রথমে গুলি, তারপর বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, গুলি-বোমায় আহত ৩ জনের মধ্যে ২জন তাদের কর্মী। এলাকাবাসীর দাবি, যার নেতৃত্বে হামলা চলে, সেই নাবালক অভিযুক্ত মাদকের কারবার করে। কয়েকমাস আগে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতারও হয়। কিছুদিন হোমে কাটিয়ে ফিরে আসার পর ফের হামলা। ঘটনার নেপথ্যে মাদকচক্রের রমরমা, দাবী গ্রামবাসীদের। তদন্তে শিবদাসপুর থানার পুলিশ।