বীরভূমের ইলামবাজারের শাল নদীর উপর অবস্থিত গল্টে ব্রিজে জলের তোড়ে ভেসে গেল বাইক। বাইকটি নদীতে তলিয়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী।
বীরভূমের ইলামবাজারের শাল নদীর উপর অবস্থিত গল্টে ব্রিজে জলের তোড়ে ভেসে গেল বাইক। বাইকটি নদীতে তলিয়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী। টানা বৃষ্টির কারণে শাল নদী ফুলে-ফেঁপে ওঠে, যার ফলে গল্টে ব্রিজটি প্রায় জলের তলায় চলে যায় । আর সেই ব্রিজ দিয়েই বাইক নিয়ে যেতে গিয়েই এই বিপত্তি।