অগ্নিমূল্য বাজার! ১০০ টাকার নিচে কোনও সবজি নেই, কবে থেকে দাম কমতে পারে বাজারের?

অগ্নিমূল্য বাজার! ১০০ টাকার নিচে কোনও সবজি নেই, কবে থেকে দাম কমতে পারে বাজারের?

অগ্নিমূল্য বাজার! হাত দেওয়া যাচ্ছে না কোনও সব্জিতে। হুড়মুড়িয়ে বাড়ছে দাম। হেঁশেল ঠেলতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বেগুন থেকে শসা, আলু , পেঁয়াজ, আদা সাধারণ সবজির দামই আকাশ ছুঁয়েছে। কবে কমবে সবজির দাম?

প্রসঙ্গ উঠতেই কপালে ভাঁজ সব্জি বিক্রেতাদের। কীভাবে দাম বাড়ল, কবেই বা কমবে এর কোনও উত্তরই নেই সবজি বিক্রেতাদার কাছে।  ১০০ টাকার নিচে প্রায় নেই কোনও সব্জি। বেগুনের দাম ১৫০ টাকা ছুঁয়েছে।

Latest Videos

অগ্নিমূল্য আলু পেঁয়াজ।  বিক্রেতারা জানিয়েছেন কেজিতে ২,৩ টাকাও লাভ পাচ্ছেন না বিক্রেতারা।

আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ টাকা। পেঁয়াজ ৫০ টাকা , শসা -৮০ থেকে ১০০ টাকা। আদা ২২০ টাকা। বিনস ৩০০ টাকা। বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। লাউ ৫০ টাকা প্রতি পিসের দাম।

সামান্য বৃষ্টি হলেই দাম কমতে পারে সব্জির। এমনই জানিয়েছেন সবজি বিক্রেতারা। তবে রোজকার পেট চালাতে রীতিমতো হাড় কেঁপে যাচ্ছে মধ্যবিত্তের।

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari