অগ্নিমূল্য বাজার! ১০০ টাকার নিচে কোনও সবজি নেই, কবে থেকে দাম কমতে পারে বাজারের?

অগ্নিমূল্য বাজার! ১০০ টাকার নিচে কোনও সবজি নেই, কবে থেকে দাম কমতে পারে বাজারের?

Anulekha Kar | Published : Jul 7, 2024 4:41 AM IST

অগ্নিমূল্য বাজার! হাত দেওয়া যাচ্ছে না কোনও সব্জিতে। হুড়মুড়িয়ে বাড়ছে দাম। হেঁশেল ঠেলতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বেগুন থেকে শসা, আলু , পেঁয়াজ, আদা সাধারণ সবজির দামই আকাশ ছুঁয়েছে। কবে কমবে সবজির দাম?

প্রসঙ্গ উঠতেই কপালে ভাঁজ সব্জি বিক্রেতাদের। কীভাবে দাম বাড়ল, কবেই বা কমবে এর কোনও উত্তরই নেই সবজি বিক্রেতাদার কাছে।  ১০০ টাকার নিচে প্রায় নেই কোনও সব্জি। বেগুনের দাম ১৫০ টাকা ছুঁয়েছে।

Latest Videos

অগ্নিমূল্য আলু পেঁয়াজ।  বিক্রেতারা জানিয়েছেন কেজিতে ২,৩ টাকাও লাভ পাচ্ছেন না বিক্রেতারা।

আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ টাকা। পেঁয়াজ ৫০ টাকা , শসা -৮০ থেকে ১০০ টাকা। আদা ২২০ টাকা। বিনস ৩০০ টাকা। বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। লাউ ৫০ টাকা প্রতি পিসের দাম।

সামান্য বৃষ্টি হলেই দাম কমতে পারে সব্জির। এমনই জানিয়েছেন সবজি বিক্রেতারা। তবে রোজকার পেট চালাতে রীতিমতো হাড় কেঁপে যাচ্ছে মধ্যবিত্তের।

Share this article
click me!

Latest Videos

বিরাট চাপে মমতা! এবার 'জাস্টিস ফর মহিষমারি'! স্লোগানে কাঁপছে জয়নগর | Joynagar | Jaynagar News |
তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar
মীনাক্ষীকে কুলতলি যেতে বাঁধা, তুমুল ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে | Minakshi Mukherjee
শেষমেশ কাটলো আশঙ্কা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন Govinda! ধন্যবাদ জানালেন ডাক্তার ও ভক্তদের | Govinda
'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News