তৃণমূলের জুন মালিয়ার কাছে মাত্র ২৭ হাজার ভোটে হারল বিজেপির অগ্নিমিত্রা পাল। এরপর তিনি জানান 'মেদিনীপুর বাসী বুজতেই পারল না তারা কী হারিয়েছে'।
তৃণমূলের জুন মালিয়ার কাছে মাত্র ২৭ হাজার ভোটে হারল বিজেপির অগ্নিমিত্রা পাল। এরপর তিনি জানান 'মেদিনীপুর বাসী বুজতেই পারল না তারা কী হারিয়েছে'। এছাড়াও তিনি অভিযোগ করেন 'তৃণমূল বিজেপি কর্মীদের পর হামলা চালাচ্ছে'। দেখুন কী বললেন অগ্নিমিত্রা পাল।