
HS Examination Result 2025: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক। পরীক্ষার ৫০ দিনের মাথায় আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2025 Update)। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েব সাইট ও অ্যাপের মাধ্যমে বুধবার দুপুর ২টো থেকে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ৫ লক্ষ ১০ হাজার। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। গত বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় ৮ লক্ষ। এ বছর এক ধাক্কায় সেই সংখ্যাটা নেমে এসেছে ২ লক্ষের কাছে। তবে এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাটা অনেক বেশি ছিল।
জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে নকল, টোকাটুকি, মোবাইল নিয়ে পরীক্ষায় বসা ইত্যাদি আটকাতে কড়া নিরাপত্তায় শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগেই জানানো হয়েছিল যে, পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল (Higher Secondary Examination Result 2025)। সেইমত আজ দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন চিরঞ্জীব ভট্টাচার্য।
এদিকে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল। আগেই এমনটা জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হবে আগেই আভাস পাওয়া গিয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি জানিয়েছিলেন যে, এই প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হচ্ছে। দ্রুত নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য। আর সেইমত আজ দুপুরে প্রকাশিত হতে চলেছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। কী হতে চলেছে রেজাল্ট (HS Result 2025)? উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। সকাল থেকেই চাপা টেনশন কাজ করছে অভিভাবকদেরও।
কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের ফল ? ( WB Higher Secondary Result 2025 Online Website):-
মোবাইল অথবা কম্পিউটার/ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে লিখুন-
West Bengal Council of Higher Secondary Education
Higher Secondary Class XII (10+2) Examination Result 2025
তারপর লিখুন Roll Number এবং Registration Number । সবকিছু ঠিকঠাক সাবমিট করলেই দেখতে পাবেন আপনার রেজাল্ট। এছাড়াও- অফিসিয়াল রেজাল্ট পোর্টালগুলিতে নজর রাখুন: wbchse.wb.gov.in এবং result.wb.gov.in
“West Bengal Higher Secondary Result 2025” লেখা লিঙ্কটিতে ক্লিক করুন
প্রদত্ত ক্ষেত্রে আপনার রোল নম্বর লিখুন এবং জমা দিন ক্লিক করুন
আপনার দ্বাদশ শ্রেণীর ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে
ফলাফল ডাউনলোড করুন এবং প্রিন্টআউটও নিয়ে রাখতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।